ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গণমাধ্যমে যাচ্ছেতাই লেখার নিয়ন্ত্রণ চান আইজিপি

প্রকাশিত: ১২:২০ পিএম, ১৮ এপ্রিল ২০১৬

গণমাধ্যমে যাচ্ছেতাই লেখার নিয়ন্ত্রণ চেয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সোমবার বিকেল পৌনে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ক্রিমিনোলজি বিভাগ কর্তৃক আয়োজিত বর্ষবরণ ১৪২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, গণমাধ্যমে যা ইচ্ছে তাই লেখা হচ্ছে। কোনো নিয়ন্ত্রণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখা হচ্ছে। ওয়েবসাইট বানিয়ে খেয়ালখুশি মতো লিখছেন সাংবাদিকরা। এসবের নিয়ন্ত্রণ দরকার।

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশেই গণমাধ্যমে লেখনির ক্ষেত্রে একটা বাইন্ডিংস দেখা যায়। কিন্তু বাংলাদেশে তা নেই। সত্য মিথ্যের কোনো বালাই নেই। নিয়ন্ত্রণ থাকলে এমনটা হতো না বলেও দাবি করেন তিনি।’

আইজিপি বলেন, ‘একজন জ্যেষ্ঠ সাংবাদিককে গ্রেফতার করায় গণমাধ্যমে যাচ্ছেতাই বলা হচ্ছে। নানা কারণ উল্লেখ করে সমালোচনা হচ্ছে। কিন্তু পুলিশ তাকে সুস্পষ্ট কারণেই গ্রেফতার করেছে। গণমাধ্যমে যারা কাজ করেন, টক শোতে কথা বলেন তাদের লেখনি ও কথায় সত্যতা নিশ্চিত করা উচিত। আইন সম্পর্কে ধারণা থাকা উচিত।’

সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘বিষয়টি  নিয়ে মিডিয়ায় কথা বলাই উচিত নয়। বিষয়টি নিয়ে মামলা হয়েছে। মামলায় তিনি গ্রেফতার হয়েছেন। বিষয়টি এখন তদন্তাধীন। অথচ সব ধরণের সাংবাদিকতার ইথিকস ভুলে তদন্তাধীন বিষয় নিয়ে টক শোতে ঝড় উঠছে। সব কিছু তারাই বলে দিচ্ছেন। এসময় তিনি গণমাধ্যমের নিয়ন্ত্রণ থাকা উচিত।’

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নৃত্যশিল্পী লুবনা মরিয়ম, একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

জেইউ/এসকেডি/পিআর