ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিশু হাসপাতালে আগুন

আইসিইউ থেকে সরানো হচ্ছে রোগী, কার্ডিয়াক বিভাগে ভাঙা হচ্ছে গ্লাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৯ এপ্রিল ২০২৪

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুন লেগেছে। এ কারণে কার্ডিয়াক বিভাগের আইসিইউতে থাকা ১৭ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কার্ডিয়াক বিভাগের গ্লাস ভেঙে পাইপ ঢুকিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন
শিশু হাসপাতালে আগুন

তিনি বলেন, আগুন লাগার ঘটনায় কার্ডিয়াক বিভাগের আইসিইউতে থাকা ১৭ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ব্লকের রোগীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনে অন্য ইউনিটের রোগীদেরও সরিয়ে নেওয়া হবে। আশপাশের হাসপাতালগুলোতে শিফট করা হবে।

আইসিইউ থেকে সরানো হচ্ছে রোগী, কার্ডিয়াক বিভাগে ভাঙা হচ্ছে গ্লাস

এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে জানান, আজ শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

টিটি/এমএইচআর/এমএস