ছুটির দিনে কমলাপুরে ঢাকাফেরা মানুষের উপচেপড়া ভিড়
ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরছে মানুষ। সড়ক, নৌপথের পাশাপাশি ট্রেন স্টেশনেও দেখা গেছে উপচেপড়া ভিড়। অনেকেই পরিবার গ্রামে রেখে ঢাকায় ফিরেছেন আগে। এখন সন্তানদের নিয়ে ফিরছেন পরিবারের অন্য সদস্যরা।
শুক্রবার (১৯ এপ্রিল) সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকাফেরা যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এসব যাত্রী গ্রাম থেকে আসায় ব্যাগভর্তি বিভিন্ন ধরনের কাঁচা শাক-সবজি ও অন্যান্য জিনিসপত্র আনতে দেখা গেছে। আজ যারা ঢাকা ফিরছেন তারা গত ৯ এপ্রিল অগ্রীম টিকিট কেটেছিলেন।
এসব যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন বাড়িতে থেকে অনেকটা মায়ায় পড়েছেন তারা। পরিবারের অন্য সব সদস্যদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়া, আবার একসঙ্গে কিছুদিন আনন্দে কাটিয়ে তাদের ছেড়ে ঢাকা আসতে অনেকটাই কষ্ট হয়েছে। আবার কেউ কেউ বলছেন, বাড়িতে থাকা মা-বাবা, এমনকি পরিবারের অন্য সদস্যরা ঢাকায় ফেরার পথে শাক-সবজিসহ নানান সব খাদ্যদ্রব্য দিয়েছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনে কথা হয় বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে। এবারের ঈদ উদযাপনের অভিজ্ঞতা জানিয়ে তারা বলেন, ট্রেনে এবারের ঈদযাত্রা আনন্দদায়ক ছিল। টিকিট কেটে নির্বিঘ্নে তারা ভ্রমণ করতে পেরেছেন।
নুসরাত মারিয়া নামের এক যাত্রী বলেন, এবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার সময় কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। খুব ভালোভাবে ট্রেনে ভ্রমণ করেছি। যদিও ঈদের আগের দিন নিউজে দেখলাম অনেকেই ছাদে ভ্রমণ করছেন। যাত্রীদের অনেক ভিড়। তবে আমরা যখন ঢাকা ছেড়েছি তখন এরকম হয়নি। ভালোভাবে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরলাম।
শাবানা খানম নামের আরেক যাত্রী বলেন, সুস্থভাবে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরলাম। অনেক ভালো লাগছে। বাড়ি থেকে আসার সময় শ্বাশুড়ি শাক-সবজি, ডাল, শুটকি মাছসহ অনেক কিছু দিয়েছে। গ্রামে গেলে আসার সময় অনেক কিছু আনতে হয়। সবাই ভালোবেসে কিছু না কিছু খাবার জিনিসপত্র দিয়ে দেয়।
মাহতাব নামের আরেক যাত্রী বলেন, ঈদের দুই দিন আগে বাড়িতে গিয়েছিলাম আর আজ ফিরলাম। রোববার ভার্সিটির ক্লাস শুরু হয়ে যাবে এজন্য চলে আসলাম। বাড়িতে বাবা-মা, ভাই-বোনকে রেখে এসেছি। সবাইকে মিস করবো।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা যাত্রীদের আজই ফেরতযাত্রার অগ্রীম টিকিটের শেষ যাত্রা। গত ৩ এপ্রিল ঈদ শেষে যেন যাত্রীরা ঢাকায় ফিরতে পারে, সেই অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়। আর ৯ এপ্রিল ফেরত যাত্রার অগ্রীম টিকিট বিক্রি শেষ হয়। সেদিন যারা টিকিট সংগ্রহ করেছিলেন তারা আজ ঢাকা ফিরছেন। তাই আজ ঢাকা ফেরত যাত্রার যাত্রার মধ্য দিয়ে শেষ হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রা।
এনএস/এমএইচআর/জিকেএস