ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভাসানটেকে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১০:০২ এএম, ১৯ এপ্রিল ২০২৪

রাজধানীর পশ্চিম ভাসানটেকের একটি বাসায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় লামিয়া নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই নিয়ে এ ঘটনায় মোট জনের মৃত্যু হলো।

শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লামিয়ার।

আরও পড়ুন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, ভাসানটেক এলাকা থেকে দগ্ধ হয়ে একই পরিবারের ৬ জন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে তিনজন মারা যায় আগে। আজ সকাল পৌনে ৭টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় লামিয়ার। তার শরীরের ৫৬ শতাংশ দগ্ধ ছিল।

সুজন (৮) ও লিজা (১৮) নামে দুইজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলেও জানান তিনি।

কাজী আল আমিন/এসএনআর/জিকেএস