ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার অধিবেশনে সংসদীয় প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (আইআরইএনএ) ১৪তম অধিবেশনে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদল। বুধবার (১৭ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে ‘আউটকাম অব কপ২৮: ইনফ্রাস্ট্রাকচার, পলিসিস অ্যান্ড স্কিলস ফর ট্রিপলিং রিনিউয়্যাবলস অ্যান্ড অ্যাক্সিলারেটিং দ্য এনার্জি ট্রানজিশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ অধিবেশনের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোতে ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন তিনগুণ করার জন্য সচেতনতা বৃদ্ধি করা।

বাংলাদেশ প্রতিনিধিদলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জিয়াউর রহমানসহ তানভীর শাকিল জয়, নাদিয়া বিনতে আমিন অধিবেশনে অংশ নেন।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

আইএইচআর/বিএ/এমএস