ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৪

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১৮ এপ্রিল)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্যমেলার মাঠে এটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন। সারা দেশের বিভিন্ন খামার থেকে পশুপাখি আসবে এ প্রদর্শনীতে।

প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করেছে বাণিজ্যিক খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ভেন্যু পরিদর্শনকালে মন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এনএইচ/কেএসআর/এএসএম