ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেমরায় প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫২ এএম, ১২ এপ্রিল ২০২৪

রাজধানীর ডেমরার কোনাপাড়ার বামৈল নামক এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চঞ্চল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি শাহ আলম বলেন, আজ সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে আমার শ্যালকসহ আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এসময় কোনাপাড়ার বামৈল মহাসড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে আমাদের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা দুজনই গুরুতর আহত হই। পরে আহত অবস্থায় পুলিশ আমাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, চঞ্চলের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী আল আমীন/এমএইচআর