সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে বেশ কয়েকজন হতাহতের শঙ্কা
রাজধানীর সদরঘাটে লঞ্চে ওঠানামার দড়ি ছিঁড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে দুই লঞ্চের মধ্যে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ঢাকা-ভোলা রুটের এমভি তাশরিফ-৪ লঞ্চটি ঘাটে বাঁধা ছিল। হঠাৎ এমভি ফারহান নামের একটি লঞ্চ এমভি তাশরিফকে ধাক্কা দিলে চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কার কী অবস্থা এখনই বলা যাচ্ছে না।
নৌপুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসক বাকি বিষয়টি ভালো বলতে পারবে।
টিটি/এমকেআর/জেআইএম