ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেষ মুহূর্তে জমজমাট ফুটপাতের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১০ এপ্রিল ২০২৪

বৃহস্পতিবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্রে করে রাজধানীর স্বনামধন্য সব বিপণিবিতানের মতো ফুটপাতেও জমজমাট শেষ মুহূর্তের কেনাকাটা।

বুধবার (১০ এপ্রিল) রাজধানীর গুলিস্তান ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তের প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন সবাই। ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও।

ফুটপাতের শার্ট বিক্রেতা চঞ্চল মিয়া জাগো নিউজকে বলেন, বেচাবিক্রি ভালো হচ্ছে। আমার এখানে সব ২৫০ টাকা দামের শার্ট, যেটা নেন আড়াইশ’ টাকা। গতকাল আরো ভালো বেচাকেনা হয়েছে। আজকে সেই তুলনায় একটু কম হলেও খারাপ না।

আরও পড়ুন:

পাশের দোকানেই ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে হাফ হাতা শার্ট। বিক্রেতা আবুল হোসেন জাগো নিউজকে বলেন, আমার এখানে সব হাফ হাতার শার্ট। যেটা নিক দাম পড়বে ১৫০ টাকা। আজকে শেষ দিনের কেনাবেচা করছি, দেখি কেমন হয়। দুপুর পর্যন্ত মোটামুটি ভালোই আছে। বাকি সময় কী হয় দেখা যাক।

শেষ মুহূর্তে জমজমাট ফুটপাতের কেনাকাটা

গুলিস্তানের ফুটপাতে প্যান্ট বিক্রি হচ্ছে আড়াইশ’ টাকা থেকে ছয়শ’ টাকা দরে। দামাদামি করার সুযোগ আছে বিধায় অনেকে যাচাই-বাছাই করে কিনছেন।

আরও পড়ুন:

প্যান্ট বিক্রেতা লিটন হোসেন জাগো নিউজকে বলেন, আমার এখানে প্যান্ট বিক্রি করছি জোড়া পাঁচশ’ টাকা দরে। একটা নিলে তিনশ’ টাকা পড়বে। কাস্টমার ভালোই আছে। বিকেলে আরও বাড়তে পারে। তবে সকাল থেকে মোটামুটি ভালোই বিক্রি করছি।

জুতার দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। ২০০ টাকা থেকে ৮০০ টাকায় মিলছে জুতা। ছেলেদের জুতার দোকানগুলোতেই ভিড় বেশি।

শেষ মুহূর্তে জমজমাট ফুটপাতের কেনাকাটা

পোশাকশ্রমিক মো. সোহেল জাগো নিউজকে বলেন, একটু পর বাড়ি যাবো। তাই ভাবলাম কেনাকাটা করে রওনা দেই। গুলিস্তান থেকে গাড়িতে উঠব তো। সেজন্য এখান থেকেই কিনে নিচ্ছি। একটা জুতা পছন্দ হয়েছে, দাম চায় ৫০০ টাকা। ৪০০ বলছি, দিলে নিয়ে নেবো। বউ আর ছেলের জন্যও জুতা কিনেছি।

এছাড়াও ১৫০ টাকা থেকো পাঁচশ টাকা দরে বড়দের টি-শার্ট বিক্রি হচ্ছে এখানে। তবে কম দামেরটাই বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতা শাজাহান। তিনি বলেন, আজকে বিক্রি গতকালের চেয়ে কম। তবে মোটামুটি ভালো। বিকেলে কাস্টমার আসতে পারে।

এছাড়াও দেড়শ’ থেকে তিনশ’ টাকা দরে বেল্ট, দুইশ’ টাকা দরে ট্রাউজার, বাচ্চাদের গেঞ্জি ৬০ টাকা, বাচ্চাদের প্যান্ট ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আইএইচআর/এসএইচএস/জেআইএম