ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেষ বিকেলে সদরঘাটে যাত্রীর চাপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতর ঘিরে গত কয়েকদিন ধরেই ঘরে ফিরছে মানুষ। শেষ মুহূর্তে সড়ক, নৌ ও রেল সব পথে যাত্রীদের চাপ বেড়েছে। পদ্মা সেতুর কারণে এমনিতেই নৌপথে ঢাকার যাত্রীদের চাপ কম। ঈদেও খুব বেশি যাত্রী লঞ্চে যাতায়াত করছেন না। তবে শেষ দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। ঈদের আগে শেষ কর্মদিবসে অফিস শেষে অনেকে বাড়ির পথে যাত্রা করেছেন। তাই শেষ বিকেলে বিভিন্ন রুটে বেড়েছে যাত্রীচাপ।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে জানা যায়, এদিন সকাল থেকে সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে প্রায় ১০০টি লঞ্চ ছেড়ে গেছে।

শেষ বিকেলে সদরঘাটে যাত্রীচাপ

সরেজমিনে দেখা গেছে, দুপুরের পর থেকে যাত্রীদের চাপ বাড়তে শুরু করে টার্মিনালে। অফিস শেষ করে অনেকে আজ বাড়ির পথে রওয়ানা হয়েছেন। অনেকে কাঙ্ক্ষিত লঞ্চ না পেয়ে অপেক্ষা করছেন। কেউ কেউ বাসা থেকে প্রস্তুতি নিয়েই বেরিয়েছেন অফিস শেষে বাড়ি ফেরার।

আরও পড়ুন

সদরঘাট লঞ্চ টার্মিনালের বার্থিং সারেং শেখ মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, বিভিন্ন রুটের লঞ্চ ঘাটে আসছে। আবার যাত্রী পূর্ণ করে ছেড়েও যাচ্ছে। সকালে কিছুটা ভিড় ছিল। মাঝে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বেড়েছে। কর্মজীবীদের অনেকে শেষ দিন অফিস করে বিকেলে রওনা হয়েছে। এ ধরনের যাত্রীই এখন বেশি।

শেষ বিকেলে সদরঘাটে যাত্রীচাপ

বরগুনাগামী যাত্রী হিমেল মাহমুদ জাগো নিউজকে বলেন, আজ শেষ অফিস ছিল। তাই অফিস শেষ করে বাড়ি যাচ্ছি। পরিবারের লোকজন আগেই চলে গিয়েছে। আমি আজ একাই যাচ্ছি। পরিবারের সঙ্গে ঈদ করবো, তাই যাত্রাপথের কষ্ট মনে লাগে না।

শেষ বিকেলে সদরঘাটে যাত্রীচাপ

এমভি তাসরিফ লঞ্চের আব্দুল হালিম বলেন, যাত্রী পরিপূর্ণ না হওয়ায় আমরা অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম। এখন অনেক যাত্রী। নির্দিষ্ট সংখ্যক যাত্রী পেলেই সঙ্গে সঙ্গে লঞ্চ ছেড়ে দিচ্ছি।

আইএইচআর/এমকেআর/এমএস