ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংবিধানের ৯৬ ধারা সংশোধন না করতে রিট

প্রকাশিত: ০৬:০৪ এএম, ২০ জুলাই ২০১৪

বিচারপতিদের অপসারণের জন্য সংবিধানের ৯৬ ধারা সংশোধন না করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার জনস্বার্থে ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

এর আগে বিচারপতিদের অভিশংসনের (অপসারণ) ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে আনার উদ্যোগে সায় দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এর পরিপেক্ষিতে আজ এই রিট দায়ের করা হয়।

বাহাত্তর সালের মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত ছিল। পরে সংবিধানে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ৯৬ অনুচ্ছেদ বাতিল করে এ ক্ষমতা বিচার বিভাগের কাছে ন্যস্ত করা হয়।