ঈদে যানজট নিরসনে থাকছে ড্রোন, আনফিট গাড়ি নামালেই ব্যবস্থা
• কেউ ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ঈদযাত্রায় শামিল হবেন না
অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাঁচ জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২, র্যাব-১০, র্যাব-৪) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পুলিশ কমিশনার হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন। সর্বশেষ অ্যাডিশনাল আইজিপি (ফিন্যান্স) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন।
পেশাদারত্ব, সাহসিকতা এবং সেবার স্বীকৃতিস্বরূপ দুবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (বিপিএম) পুরস্কারে ভূষিত হন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।
২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর হাইওয়ে পুলিশে আমূল পরিবর্তন আনেন তিনি। বিশেষ করে এক বছরে সড়ক-মহাসড়কে হাইওয়ে পুলিশ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে চালু করেন অনলাইন ‘বডি ওর্ন ক্যামেরা’। এছাড়া এবার প্রথমবারের মতো ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে মহাসড়কে ড্রোনের ব্যবহার করছেন তিনি। ড্রোনগুলোতে সাউন্ড সিস্টেম স্পিকার ব্যবহার করা হবে। যাতে কন্ট্রোল রুম থেকে ট্রাফিক নির্দেশনা দেওয়া যায়।
আসন্ন ঈদুল ফিতরে ঈদযাত্রার সমস্যা ও সমাধান নিয়ে দীর্ঘ আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন শাহাবুদ্দিন খান। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়।
আরও পড়ুন
- সড়কে ঝুঁকিপূর্ণ ১২২ স্পট, যানজট নজরদারিতে রাখবে ড্রোন
- দু-চারদিনের মধ্যে ঢাকার যানজট কমে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকায় ওভারব্রিজে আটকে গেলো উড়োজাহাজ, সরানো হলো লেজ খুলে
জাগো নিউজ: বলা হচ্ছে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে, সামগ্রিক প্রস্তুতি কেমন?
শাহাবুদ্দিন খান: ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ পুলিশের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে লাখো মানুষ নাড়ির টানে স্বজনদের কাছে যাবে সেটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও যানজটমুক্ত করতে সব সংস্থা একসঙ্গে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতা নিয়ে এ বছর সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার চেষ্টা করা হবে।’
জাগো নিউজ: ট্রাক-পিকআপভ্যানে যাত্রী পরিবহন বন্ধের কথা মানে না কেউ। এবারের পদক্ষেপ কী?
শাহাবুদ্দিন খান: এবার কোনোভাবেই ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ঈদযাত্রায় কেউ শামিল হতে পারবেন না। কারণ বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এভাবে ঈদযাত্রায় বড় ধরনের দুর্ঘটনা ঘটছে এবং অনেক প্রাণহানি হয়েছে। বিশেষ করে খোলা ট্রাক, পিকআপ, বাসের ছাদ কিংবা পণ্যবাহী যানবাহনের ছাদে বা ঝুলে যাওয়া কোনোভাবেই সমীচীন নয়। এবার এক্ষেত্রে হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবে। পাশাপাশি যারা স্বজনদের কাছে যাবেন তাদের প্রতি আহ্বান- এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ যাত্রায় শামিল হবেন না। আপনার স্বজন আপনার বাড়ি ফেরার প্রত্যাশা নিয়ে পথ চেয়ে আছেন। আপনি অনিরাপদ ঈদযাত্রায় শামিল হবেন না।
জাগো নিউজ: ঈদে ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর যানবাহন চলবে কি না?
শাহাবুদ্দিন খান: ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর যানবাহনের বিরুদ্ধে সারাবছর আইনগত ব্যবস্থা নেওয়া হয়। গত বছরও বিপুল সংখ্যক গাড়ি জব্দ করে শাস্তির আওতায় আনা হয়েছে। এ ধরনের গাড়ি রাস্তার মাঝপথে বিকল হয়ে অনেক সময় বড় যানজটের কারণ হয়ে দাঁড়ায়। যারা ঈদের সময় রাস্তায় ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর গাড়ি নামাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জাগো নিউজ: পুলিশ সদস্যদের ‘বডি ওর্ন ক্যামেরা’ অনলাইন নেটওয়ার্ক চালু করেছেন। এ সম্পর্কে বলবেন...
শাহাবুদ্দিন খান: প্রযুক্তি সবসময় সেবার মান বাড়াতে সহয়তা করে। মহাসড়কে হাইওয়ে পুলিশের প্রত্যেক সদস্য ‘বডি ওর্ন ক্যামেরা’ নিয়ে কাজ করেন। এটি অনলাইন সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে। অর্থাৎ সিনিয়ররা তাদের অফিস থেকে এটি সরাসরি মনিটরিং করছেন এবং কন্ট্রোল অর্থাৎ সড়কে ডিউটিরত পুলিশ সদস্যকে নির্দেশনা দিতে পারছেন। এছাড়া ‘হ্যালো হাইওয়ে পুলিশ’ নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। এ অ্যাপ দিয়ে কোনো মহাসড়কে যে কেউ অপরাধ-দুর্ঘটনার শিকার হলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দ্রুত সেবা নিতে পারবেন।
আরও পড়ুন
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটপ্রবণ ২৬ পয়েন্ট চিহ্নিত
- ঢাকায় ইফতারের আগে তীব্র যানজটের যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ঈদে সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবে: আইজিপি
জাগো নিউজ: ঈদযাত্রায় ড্রোনের মাধ্যমে কীভাবে ট্রাফিক নির্দেশনা দেওয়া হবে?
শাহাবুদ্দিন খান: এবার ঈদযাত্রায় হাইওয়েতে ড্রোনের সহায়তা নিচ্ছি। ড্রোনের সহায়তায় চিত্র দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। হাইওয়েতে যদি কোনো যানবাহন তাৎক্ষণিক অকেজো হয়ে পড়ে, তাহলে সেটি সরানো সহজ হবে।
এছাড়া ড্রোনের মাধ্যমে পুলিশ সদস্যদের ডিউটি মনিটরিং করা যাবে। পাশাপাশি যানজট সৃষ্টির কারণ এবং যানজট নিরসনে দ্রুত কী ব্যবস্থা নিতে হবে সেগুলো চিহ্নিত করে ড্রোন দিয়ে এবার সমাধান করা হবে। ড্রোনগুলোতে সাউন্ড সিস্টেম স্পিকার ব্যবহার করা হবে। যাতে কন্ট্রোল রুম থেকে মনিটর দেখে ট্রাফিক নির্দেশনা দেওয়া যায়।
জাগো নিউজ: ঈদযাত্রায় সড়ক-মহাসড়ক ব্যবহারকারীদের উদ্দেশ্যে আপনার মেসেজ কী?
শাহাবুদ্দিন খান: ঈদযাত্রায় চালক ভাইদের উদ্দেশ্যে অনুরোধ জানাতে চাই- ধীরস্থিরভাবে ট্রাফিক আইন মেনে এবং একটি সংবেদনশীল মন নিয়ে সাবধানতার সঙ্গে গাড়ি চালান, যাতে যানজট ও দুর্ঘটনা এড়ানো যায়।
যাত্রীদের উদ্দেশ্যে বলবো- সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা পরিত্যাগ করতে হবে। স্বজনরা প্রত্যাশা নিয়ে আপনার বা আপনাদের অপেক্ষায় আছেন, সেই প্রত্যাশা পূরণে কেউ খোলা ট্রাক, পিকআপ অথবা অন্য কোনো অনিরাপদ যাত্রায় শামিল হবেন না।
জাগো নিউজ: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
শাহাবুদ্দিন খান: আপনাকে এবং জাগো নিউজ পরিবারকেও ধন্যবাদ।
টিটি/এমএএইচ/এএসএম