ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কামরাঙ্গীরচরে অটোভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১২ পিএম, ৩১ মার্চ ২০২৪

রাজধানীর কামরাঙ্গীরচর মাদরাসা ঘাট এলাকায় দ্রুতগামী ব্যাটারি চালিত অটো ভ্যানের ধাক্কায় মো. মাশরুফ (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতকে নিয়ে আসা পথচারী মো. তানভীর জানান, কামরাঙ্গীরচর মাদরাসা ঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় অটো ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঢাকা মেডিকেলে এসে মরদেহ শনাক্ত করেন নিহত শিক্ষার্থীর বাবা। তার বাবার নাম মো. মামুন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া গ্রামে।বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। নিহত মাশরুফ নুরিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী আল আসিন/এসআইটি/জিকেএস