ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যাত্রী কল্যাণ সমিতি

এবার ঈদে ঢাকা ছাড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৭ মার্চ ২০২৪

এবার ঈদুল ফিতরে শুধুমাত্র ঢাকা ও এর আশপাশ থেকে সর্বমোট ১ কোটি ৬০ লাখ মানুষ ঢাকা ছাড়বে। বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির মহাসচিব মো.মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের ঈদে ঢাকা ছাড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ। এর মধ্যে শুধু ঢাকা থেকে ১ কোটি, গাজীপুর থেকে ৪০ লাখ, নারায়ণগঞ্জ থেকে ১২ লাখ এবং ঢাকার আশপাশ থেকে ৮ লাখ মানুষ বাড়ি যাবে।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব যাত্রীর মধ্যে বাস-মিনিবাসে ৩০ লাখ, লঞ্চে ৬০ লাখ, ট্রেনে ৪ লাখ, উড়োজাহাজে ১ লাখ, মোটসসাইকেলে ১২ লাখ, কার-জিপ-মাইক্রোবাসে ৩৫ লাখ মানুষ বাড়ি যাবে।

এবার ঈদে ঢাকা ছাড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ

এছাড়া বাস-ট্রেনের ছাদে, খোলা ট্রাক ও পণ্যবাহী গাড়িতে ১৮ লাখ মানুষ বাড়ি যাবে বলেও তথ্য উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে ভোগান্তি কমাতে ঈদের ছুটি দুইদিন বাড়ানোর দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি।

এনএস/এমআইএইচএস/জেআইএম