ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চল রেলের ১৪ হাজারের বেশি টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩১ এএম, ২৭ মার্চ ২০২৪

ঈদ যাত্রার ট্রেনের আগামী ৬ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রির আড়াই ঘণ্টায় ১৪ হাজার ১০০ টিকিট বিক্রি হয়েছে। ঈদ উপলক্ষে চতুর্থ দিনের এ টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়।

যারা আজ টিকিট ক্রয় করেছেন তারা আগামী ৬ এপ্রিল ভ্রমণ করতে পারবেন। অগ্রিম টিকিটের দ্বিতীয় শিফটে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।

বুধবার (২৭ মার্চ) বেলা ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮টা ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৪ হাজার ১০০টি টিকিট বিক্রি হয়েছে।

আজকে অনলাইনে টিকিট কিনতে ৯৪ লাখ ১০ হাজার বার চেষ্টা করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে ১৬ হাজার আসন সংখ্যা রয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট অনলাইনে ছাড়া হবে।

এনএস/এমআরএম/জেআইএম