ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪৩ পিএম, ২৪ মার্চ ২০২৪

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সরকারের সাবেক গ্রেড-১ কর্মকর্তা সারওয়ার মাহমুদ।

সারওয়ার মাহমুদকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে রোববার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‌‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ এর ৫(২) ও ৫(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য (অতিরিক্ত সচিব) শেখ মো. শরীফ উদ্দিন অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সারওয়ার মাহমুদকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। ওই বছরের ৩১ ডিসেম্বর অবসরে যান তিনি।

আরএমএম/এমএএইচ/