ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নৌপ্রতিমন্ত্রী

জিম্মি নাবিকদের সুস্থ ফেরত আনতে আমরা বদ্ধপরিকর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৩ মার্চ ২০২৪

সোমালীয় জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের সুস্থ ফেরত আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতরে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা গ্রহণের বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এখন পর্যন্ত থাকা খবর অনুযায়ী নাবিকরা সুস্থ এবং ভালো আছেন বলেও জানিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।

ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। জাহাজটিতে ২৩ জন ক্রু ছিলেন।

অপহরণ হওয়া জাহাজ উদ্ধারের অগ্রগতি জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী বলেন, আমাদের কথা হচ্ছে যে কোনো মূল্যে নাবিকদের আমরা বাংলাদেশে ফেরত আনতে বদ্ধপরিকর।

আরও পড়ুন:

টাকা না দিলে মেরে ফেলবে, শুনে মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী
বাংলাদেশি জাহাজটি সোমালিয়া উপকূলে, দায়িত্ব নেবে অন্য জলদস্যুরা

তিনি বলেন, বলা হচ্ছে সোমালিয়ার জলদস্যুরা... এটা ভারত মহাসাগরে, বলা হচ্ছে সোমালিয়া থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি। জলদস্যু কারা এটাই এখনো আইডেন্টিফাইড নয়। ওই অঞ্চলটি সোমালিয়ান অঞ্চল সেটি বলা যেতে পারে। তবে সেটা কে তা (সোমালীয় জলদস্যু) বলা মুশকিল, সেটা আপনি হতে পারেন আমিও হতে পারি।

পরিবারগুলো উদ্বিগ্ন দিন কাটাচ্ছে- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, আমরা সামাজিক জীব, পরিবার নিয়ে বসবাস করি। যে পরিবারগুলোর সদস্যরা সেখানে আটকে আছে, সে পরিবারগুলোর কীভাবে দিন যাচ্ছে সেটা আমরা অনুভব করছি। প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। অন্য জায়গাগুলোতে তিনি কথা বলেছেন। নাবিকদের নিরাপদে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নাবিকদের ফিরিয়ে আনতে কত সময় লাগতে পারে- জানতে চাইলে খালিদ মাহমুদ বলেন, যারা এখন জাহাজটি নিয়ন্ত্রণ করছেন তারা তো মানুষ না তারা জলদস্যু। মানুষের সঙ্গে কথা বললে আমি সময় নির্ধারণ করতে পারবো, এতগুলো মিটিং করলে আমরা শেষ করতে পারবো। এটা জলদস্যুদের বিষয়, জলদস্যু আর মানুষ এক নয়। তাই সময়টা এখানে সুনির্দিষ্টভাবে বলা যাবে না।

তিনি বলেন, তবে আমরা বদ্ধপরিকর, আমাদের নাগরিক নাবিকদের আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘ডিপার্টমেন্ট অব শিপিং, মেরিটাইম যতগুলো উইং আছে তারা কাজ করছে। সমন্বিতভাবে আমরা এটি নিয়ে আসতে পারবো। আমরা বসে নেই গতকাল বিকেল থেকেই এটা থেকে এক মুহূর্ত বিচ্যুত নই, সবসময় সংযুক্ত আছি।’

‘পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এ বিষয়ে অবহিত করেছি। জাহাজটাকে উদ্ধার করার জন্য আমরা সকলের সহযোগিতা চেয়েছি। আমরা প্রথম যে বিষয়টি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে, জাহাজে ২৩ জন নাবিক রয়েছেন, সেই ২৩ জন নাবিকের জীবন নিরাপদ রাখা, জীবন রক্ষা করে তাদের নিরাপদ জায়গায় নিয়ে আসাটা হচ্ছে আমাদের প্রথম কাজ।’

তিনি বলেন, ‘যেসব জলদস্যু জাহাজটাকে অকুপাইড করে রেখেছে নাবিকদের আটকে রেখেছে, তাদের নিয়ন্ত্রণেই আছে। নাবিকরা এখনো নিরাপদে আছেন ও সুস্থ আছেন।’

জাহাজ উদ্ধারে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা কীভাবে সহযোগিতা করবে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক উইংগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

মুক্তিপণ না দিলে জিম্মিদের হত্যা করা হবে বলে জলদস্যুরা হুমকি দিচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের কাছে এই ধরনের সংবাদ এখন পর্যন্ত আসেনি।’

জলদস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিছু সংগঠন আছে। জলদস্যুদের সঙ্গে আমাদের কোনো কার্যক্রম নেই। আমাদের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগ আছে। অলিভিয়া বন্দরে আমাদের জাহাজ আটকে পড়ার পর আমরা কিছু কিছু জায়গায় সহযোগিতা নিয়েছি বলে সেখানে সফলতা পেয়েছি। যেকোনো মূল্যে আমাদের নাবিকদের বাংলাদেশের ফেরত আনতে আমরা বদ্ধপরিকর।’

আরএমএম/এমআরএম/এএসএম

টাইমলাইন

  1. ১২:১৬ পিএম, ২৯ মার্চ ২০২৪ মুক্তিপণের বিষয়ে এখনো কথা হয়নি: কবির গ্রুপ
  2. ০৩:৩৯ পিএম, ১৮ মার্চ ২০২৪ জাহাজ জিম্মির ঘটনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ
  3. ০৯:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৪ জিম্মিদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’দের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ
  4. ০১:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৪ ভারতীয় নেভির অপারেশন নিয়ে যা জানালো দ্য হিন্দু
  5. ০৮:৩০ এএম, ১৬ মার্চ ২০২৪ জিম্মি জাহাজসহ নাবিকদের দ্রুত মুক্ত করার চেষ্টা করছে সরকার
  6. ১২:০০ এএম, ১৬ মার্চ ২০২৪ ৫০ নটিক্যাল মাইল উত্তরে সরানো হলো এমভি আবদুল্লাহকে
  7. ১০:১২ পিএম, ১৫ মার্চ ২০২৪ জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ
  8. ০৫:১৫ পিএম, ১৪ মার্চ ২০২৪ ‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ
  9. ১২:৩৩ পিএম, ১৪ মার্চ ২০২৪ বাংলাদেশি নাবিকদের উদ্ধারের চেষ্টা, গুলি বিনিময়
  10. ১২:৩১ পিএম, ১৪ মার্চ ২০২৪ বাংলাদেশি জাহাজটি এখন সোমালিয়ার গারাকাড উপকূলে
  11. ১১:২৮ এএম, ১৪ মার্চ ২০২৪ আইনুল ও শাকিলকে জীবিত ফিরে পেতে পরিবারের আকুতি
  12. ০৯:১০ এএম, ১৪ মার্চ ২০২৪ কান্না থামছে না ফাইটার সালেহ আহমদের তিন মেয়ের
  13. ০৯:৪৬ পিএম, ১৩ মার্চ ২০২৪ নাবিক নাজমুলের জিম্মির খবরে অজ্ঞান হয়ে হাসপাতালে বাবা-বোন
  14. ০৮:৫১ পিএম, ১৩ মার্চ ২০২৪ সোমালি জলদস্যু কারা, তারা কতটা শক্তিশালী?
  15. ০৬:১৫ পিএম, ১৩ মার্চ ২০২৪ কেএসআরএম অফিসে ভিড় করছেন স্বজনরা, যে কোনো মূল্যে উদ্ধারের আশ্বাস
  16. ০৬:০৩ পিএম, ১৩ মার্চ ২০২৪ একমাত্র ছেলের জন্য কেঁদেই চলেছেন বাবা-মা, বন্ধ খাওয়া-দাওয়া
  17. ০৪:১১ পিএম, ১৩ মার্চ ২০২৪ নাবিক রাজুর বাড়িতে কান্নার রোল, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা
  18. ০৩:১৪ পিএম, ১৩ মার্চ ২০২৪ একমাস আগে হারিয়েছেন স্বামীকে, এখন ছেলের জন্য কাঁদছেন অঝরে
  19. ০৩:০১ পিএম, ১৩ মার্চ ২০২৪ জিম্মি নাবিকদের সুস্থ ফেরত আনতে আমরা বদ্ধপরিকর
  20. ০২:৪১ পিএম, ১৩ মার্চ ২০২৪ জাহাজে খাবার আছে ২৫ দিনের, পরিবহনরত কয়লা নিয়ে শঙ্কা
  21. ১২:৪১ পিএম, ১৩ মার্চ ২০২৪ বাংলাদেশি জাহাজটি সোমালিয়া উপকূলে, দায়িত্ব নেবে অন্য জলদস্যুরা
  22. ১২:৩৫ পিএম, ১৩ মার্চ ২০২৪ টাকা না দিলে মেরে ফেলবে, শুনে মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী
  23. ১২:২৮ এএম, ১৩ মার্চ ২০২৪ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লায় জিম্মি যারা
  24. ০৯:৩৭ পিএম, ১২ মার্চ ২০২৪ পরিবারের খোঁজ নিও, বেঁচে এলে দেখা হবে ইনশাআল্লাহ
  25. ০৮:১৭ পিএম, ১২ মার্চ ২০২৪ জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ
  26. ০৫:১৫ পিএম, ১২ মার্চ ২০২৪ সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি