ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১২টা পর্যন্ত কুমিল্লায় ২৫, ময়মনসিংহে ২৭ শতাংশ ভোট পড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৯ মার্চ ২০২৪

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫২ শতাংশ। এরমধ্যে কুমিল্লা সিটিতে ২৫ শতাংশ ভোট পড়েছে। আর ২৭ শতাংশ পড়েছে ময়মনসিংহ সিটিতে। শনিবার নির্বাচন কমিশনের অ্যাপে পাওয়া গেছে এ তথ্য।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সকাল থেকে স্থানীয় সরকারের ২৩১ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। সকালে কুমিল্লা সিটি নির্বাচনের একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, দুই সিটির নির্বাচনে এখন পর্যন্ত সুষ্ঠুই ভোট হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে অ্যাপের পাওয়া তথ্যমতে দুপুর ১২টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে। আর ময়মনসিংহ সিটিতে পড়েছে ২৭ শতাংশ ভোট।

কুমিল্লার সংঘর্ষ নিয়ে রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের ৭৪, ৭৫ ও ৭৬ নম্বর কেন্দ্র তিনটি পাশাপাশি। গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন দুজন। তবে গোলাগুলির ঘটনা কেন্দ্রের বাইরে।

ভোটের কার্যক্রমে সচল রয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

এছাড়া ২০-২২ নম্বর কেন্দ্রের বাইরে একজনকে ছুরিকাহত করার ঘটনাও ঘটেছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কেন্দ্রের ভেতরে কোথাও ঝামেলা হয়নি।

এমওএস/জেডএইচ/এএসএম