ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফুপির বাড়ি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু জুবাইদার মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৭ মার্চ ২০২৪

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জুবাইদা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ইছাপুর এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতে দাদা মো. বাবুল শেখ বলেন, আমরা ইছাপুর এলাকায় মেয়ে (জুবাইদার ফুপি) বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। এসময় রাস্তা পার হতে গেলে একটি অটোরিকশা আমার নাতনিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

কাজী আল আমিন/জেডএইচ/জেআইএম