ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৭ মার্চ উদযাপনে বায়তুল মোকাররমে আলোচনা ও দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৭ মার্চ ২০২৪

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: বাঙালি জাতির মুক্তির সনদ’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার, পরিচালক মো. আনিছুর রহমান সরকারসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ এহসানুল হক। এর আগে সকাল ৮টায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বশিরুল আলমের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আজ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫৪টি ইসলামিক মিশন, ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আরএমএম/এমকেআর/জেআইএম