ঝুঁকিপূর্ণ হোটেল-রেস্টুরেন্ট
ঢাকায় তিনদিনে পুলিশের ১৩৪৭ অভিযানে গ্রেফতার ৮৭২
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর পর টনক নড়েছে প্রশাসনের। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজউক এবং সিটি করপোরেশন অভিযান শুরু করেছে। এর মধ্যে অনেক নামিদামি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে।
গত তিনদিনে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এক হাজার ৩৪৭টি অভিযান পরিচালনা করেছে ডিএমপি। এসব অভিযানে এখন পর্যন্ত ৮৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মামলা হয়েছে ২০টি।
আরও পড়ুন>>
ধানমন্ডির গাউসিয়া টুইন পিক ভবনের ১২ রেস্তোরাঁ সিলগালা
বেইলি রোডে নবাবী ভোজ ও সুলতান’স ডাইন সিলগালা
ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বুধবার (৬ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৩ মার্চ থেকে ডিএমপির একাধিক ইউনিট অভিযান শুরু করে। সেদিন তারা ঢাকার বিভিন্ন এলাকায় ২৭৫টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালায়। এসময় নানা অসঙ্গতি পেয়ে পাঁচটি মামলা হয় ও ৩৭৪ জনকে গ্রেফতার করা হয়। আর তাৎক্ষণিক সাজা দেওয়া হয় ২০৪টি প্রতিষ্ঠানকে। তবে প্রথমদিন অভিযানে কোনো ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ও গোডাউন পায়নি অভিযান চালানো টিমগুলো।
পরদিন ৪ মার্চ ঢাকার বিভিন্ন এলাকায় ৫৬২টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে ৪৫৫টি হোটেল-রেস্টুরেন্টে ১০৪টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ও তিনটি কেমিক্যাল গোডাউন পাওয়া যায়। মামলা হয় ৫টি এবং বিভিন্ন অপরাধে ২৭০ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ২২৯টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক সাজা ও জরিমানা করা হয়।
আরও পড়ুন>>
ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা অনলাইনে প্রকাশের আহ্বান
মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে রাজউকে চিঠি
এস আলমের পোড়া চিনি ফেলা হচ্ছে কর্ণফুলীতে, মরছে মাছ
সর্বশেষ গতকাল মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার বিভিন্ন এলাকায় ৫১০টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে ৪০২টি হোটেল-রেস্টুরেন্টে ১০৩টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ও পাঁচটি কেমিক্যাল গোডাউন পাওয়া যায়। মামলা হয় ১০টি এবং বিভিন্ন অপরাধে ২২৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১৯২টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক সাজা ও জরিমানা করা হয়।
এডিসি কে এন রায় নিয়তি আরও জানান, গত তিনদিনে এক হাজার ১১৩২টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় সেগুলো থেকে ২০৭টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয় ও ৮টি কেমিক্যাল গোডাউনের সন্ধান পাওয়া যায়।
টিটি/এমকেআর/জিকেএস