ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জনসংখ্যা নিয়ন্ত্রণে সুপরিকল্পিত নীতি গ্রহণ করেছে সরকার

প্রকাশিত: ০৪:২২ এএম, ১৩ এপ্রিল ২০১৬

বর্তমান সরকারের গৃহীত সুপরিকল্পিত ও উদ্ভাবনী নীতি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রেখেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক কমিশনের (সিপিডি) ৪৯তম অধিবেশনে তিনি এ কথা জানা।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রোগ্রাম অব ইন্টারন্যাশনাল কনফারেন্স অব পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিপিডি) অব অ্যাকশন’ বাস্তবায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ এপ্রিল থেকে শুরু জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক কমিশনের (সিপিডি) ৪৯তম অধিবেশন ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।

জাহিদ মালেক বলেন, শিশু মৃত্যুর হার হ্রাস এবং টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে।  দেশে লক্ষ্যণীয়ভাবে নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের সমতা এবং মেয়েদের শিক্ষার অগ্রগতি অর্জিত হয়েছে।
বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকারবদ্ধ।

প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’র সভাপতি হিসেবে বাংলাদেশ অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী ১৩ এপ্রিল জাতিসংঘের দফতরে অনুষ্ঠিতব্য পার্টনারশিপ অব পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত আরেকটি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

একে /পিআর