ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংসদে মুক্তিযুদ্ধ মন্ত্রী

দেশে বিদেশি অনুদানে চলছে ২৬১২ এনজিও

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৫ মার্চ ২০২৪

বর্তমানে বাংলাদেশে বৈদেশিক অনুদানে পরিচালিত দুই হাজার ৬১২টি বেসরকারি সংস্থা (এনজিও) রয়েছে। তার মধ্যে বিদেশি ২৬৮টি এবং দেশীয় এনজিও রয়েছে দুই হাজার ৩৪৪টি।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ভোলা-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান।

অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বৈদেশিক অনুদান গ্রহণ করা প্রকল্পগুলোর কার্যক্রম জেলা প্রশাসক ও ইউএনও পরিদর্শন, পরিবীক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করেন।

তিনি জানান, বর্তমানে সরকারের সঙ্গে এনজিওগুলোর সুষ্ঠু সমন্বয়ের ফলে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ সব ক্ষেত্রে অগ্রগতি লক্ষণীয়।

আইএইচআর/এমকেআর/এমএস