ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এইলিন লুবাখার

সম্পর্ক আরও এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরাজমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখার এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন লুবাখার।

তিনি বলেন, দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করছে।

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ করেন।

আইএইচআর/এমকেআর/জেআইএম