ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নারায়ণগঞ্জে ড্রিল মেশিন বিস্ফোরণে দুজন দগ্ধ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জে একটি বাড়িতে ড্রিল মেশিন বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. মাহফুজ (৩৮) ও মো. শাহিন (৩৫)।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা পেশায় সেনেটারি মিস্ত্রি।

তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন ওই বাড়ির মালিক মো. জসীম উদ্দীন।

তিনি বলেন, আমার বাড়িতে রিজার্ভ ট্যাংকে পানির পাইপ বসানোর জন্য দুই মিস্ত্রি কাজ করছিলেন। সেখানে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার সময় হঠাৎ তা বিস্ফোরণ হয়। এতে মাহফুজ ও শাহিন দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের হাত-মুখ ও চুলের কিছু অংশ পুড়ে গেছে। অবজারভেশনে রাখা হয়েছে দুজনকে।

কাজী আল আমিন/জেডএইচ/এএসএম