দুর্নীতি-অন্যায়ের বিরুদ্ধে হোক একুশের শপথ
![দুর্নীতি-অন্যায়ের বিরুদ্ধে হোক একুশের শপথ](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/13-20240222021359.jpg)
‘ভাষা মানে বুকের তাজা রক্ত, ভাষা মানে মাথা নত না করা, ভাষা মনে মায়ের মুখে মিষ্টি কথা শেখা।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) শ্রদ্ধা নিবেদনকালে কমিটির সভাপতি সৈয়দ খুরশীদ আলম এসব কথা বলেন।
পরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে দুপ্রক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, ভাষা একটি জাতিকে উজ্জীবিত করে, তেমনি দুর্নীতি অনিয়ম একটি জাতিকে অন্ধকারে পতিত করে। তাই দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধেই হোক একুশের শপথ।
এসময় উপস্থিত ছিলেন- দুপ্রক পটিয়ার সহ-সভাপতি আবুল খায়ের, দুপ্রক সদস্য লায়ন শংকর সেনগুপ্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, শফিউল আজম প্রমুখ।
এমডিআইএইচ/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ গুমের সঙ্গে জড়িত সেনা-পুলিশের ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ২ শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ
- ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাৎ
- ৪ রেমিট্যান্সযোদ্ধাদের হাসিমুখে বরণ করুন: রাষ্ট্রদূত মুশফিক
- ৫ কৃষিজমিতে রাসায়নিক সারের ব্যবহার ভয়াবহ অবস্থায় পৌঁছেছে