দোকানে পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে ২১ ফেব্রুয়ারির উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রকাশ কর্মকার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাঁশখালী থানাধীন চাম্বল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রকাশ চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল কর্মকারপাড়ার কমল কর্মকারের ছেলে। চাম্বল বাজারে তার হার্ডওয়্যার দোকান রয়েছে। কয়েক মাস আগে বিয়ে করেন তিনি।
বাঁশখালী থানা পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হালদার বলেন, বুধবার সকালে দোকানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে নিজের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রকাশ কর্মকার। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমডিআইএইচ/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ গুমের সঙ্গে জড়িত সেনা-পুলিশের ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ২ শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ
- ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাৎ
- ৪ রেমিট্যান্সযোদ্ধাদের হাসিমুখে বরণ করুন: রাষ্ট্রদূত মুশফিক
- ৫ কৃষিজমিতে রাসায়নিক সারের ব্যবহার ভয়াবহ অবস্থায় পৌঁছেছে