ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:০০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

জুয়েল মোল্লা নামে গোপালগঞ্জের এক ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুয়েল মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মাজদা গ্রামের জমশেদ মোল্লার ছেলে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানিয়েছে, ২০০৯ সালের গোপালগঞ্জের কাশিয়ানী থানার এক ডাকাতি মামলায় আদালত জুয়েল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার রায় দেওয়ার আগে থেকে জুয়েল আত্মগোপন করেন।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মূলত গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে তাকে কাশিয়ানী থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

ইকবাল হোসেন/এমআরএম/এএসএম