ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পর্যটনে সেবার মান বাড়াতে হবে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪

দেশের পর্যটন খাতের সেবার মান আরও বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী লে. ক. (অব.) ফারুক খান। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ১২তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফারুক খান বলেন, যারা এ খাতের সঙ্গে জড়িত তাদের প্রশিক্ষণ দিতে হবে। সরকার পলিসি মেকিং করবে। বাকিটা প্রাইভেট সেক্টর করবে। তিনি বলেন, পর্যটনে নিরাপত্তার কোনো সমস্যা নেই। আমি মনে করি সেবার মান আরও বাড়াতে হবে।

অন অ্যারাইভেল ভিসা সহজ করার কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে আমরা কথা বলছি। যারা আসবেন তারা যেনো এ ভিসা পান। যারা অভিজ্ঞ তাদের সঙ্গে কথা বলে আমরা এ কাজ এগিয়ে নিয়ে যাবো।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেন, আমাদের পলিসি গুরুত্বপূর্ণ। আমাদের পলিসি ঠিক হলে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে কিন্তু রিলিজিয়াস ট্যুরিজমে অনেক সম্ভবনা। আমাদের কানেক্টিভিটি খুব ভালো।

এমএমএ/এমআইএইচএস/জিকেএস