ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে আগ্রাসন প্রতিরোধ কমিটি নামে এক সংগঠন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আগ্রাসন প্রতিরোধ কমিটির সভাপতি খান আসাদ। এতে বক্তব্য রাখেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, খেলাফত মজলিস নেতা আমির হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

bsf-1.jpg

আরও পড়ুন: বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

এসময় বক্তারা বলেন, বিএসএফ সবসময় আমাদের দেশের নাগরিককে হত্যা করে। এবার তারা আমাদের বিজিবি সদস্য হত্যা করলো। আমরা শুধু নতজানু হয়ে দেখে আসছি। আমাদের দেখতে হচ্ছে সীমান্তে অসহায় কৃষকের মরদেহ। অসহায় ফেলানীর মরদেহ। আমাদের বিজিবি ভাইয়ের মরদেহ এখনো পাইনি। এইজন্য তো আমরা যুদ্ধ করিনি।

বক্তারা আরও বলেন, আজকের প্রতিবাদ শুধু আমাদের একার নয়। এটা কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ নয়। এটা আমাদের সার্বভৌমত্বের প্রতিবাদ। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে জয় পেয়েছি। অথচ এখনো পরাধীন হয়ে থাকতে হচ্ছে।

এর আগে গতকাল সোমবার বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে যশোর ৪৯ বিজিবির সদস্য রইস উদ্দীন (৩৫) নিহত হন।

আরএএস/কেএসআর/এমএস