ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিজিবি ও মিয়ানমার পুলিশের সীমান্ত সম্মেলন শুরু

প্রকাশিত: ০৫:৪১ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক এবং মিয়ানমার পুলিশ ফোর্সের উপপ্রধান পর্যায়ে ছয় দিনের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পিলখানায়  বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়।

ঢাকায় অনুষ্ঠেয় এ সম্মেলনে যোগ দিতে মিয়ানমার পুলিশ ফোর্সের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল থিং উ-এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকায় এসেছে।

বাংলাদেশের পক্ষে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক নর্থ-ইস্ট রিজিয়ন কমান্ডার মো. লতিফুল হায়দারের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। এ দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা রয়েছেন।