ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেয়র তাপস

সাকরাইনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্ম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আজকের আকাশ ছেয়ে গেছে ঘুড়ি আর ঘুড়িতে। ঐতিহ্যকে লালন করে পুরান ঢাকার সবাই ঘুড়ি ওড়াচ্ছে। আমরা ঐতিহ্যবাহী এ উৎসবকে ঢাকাবাসীর মধ্যে ফিরিয়ে দিতে চাই। যেন ভবিষ্যৎ প্রজন্ম সাম্প্রদায়িকতার বিপরীতে অসাম্প্রদায়িক হিসেবে বেড়ে ওঠে।

আজ রোববার (১৪ জানুয়ারি) বিকেলে ধূপখোলা মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত সাকরাইন/ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ঢাকাবাসীর ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন। আজ আমরা আনন্দিত ঐতিহ্যবাহী গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে প্রাচীনতম উৎসবে সমবেত হয়েছি। আমাদের কাউন্সিলরদের সহযোগিতায় আমরা এ অনুষ্ঠানের আয়োজন করেছি। বাসা বাড়িতে অনেকে ঘুড়ি ওড়াচ্ছে, সবাই মজা করছে। শিশুরা-যুবকরা ঘুড়ি ওড়াচ্ছে।

আরও পড়ুন>> সাকরাইন ঘিরে পুরান ঢাকায় বাহারি ঘুড়ির পসরা

তিনি বলেন, গত ৭ জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। নেত্রীর হাত ধরে আমরা উন্নত ঢাকা নির্মাণ করবো। আধুনিক ঢাকা নির্মান করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মেদ মান্নাফি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা।

আরএএস/এমএইচআর/জেআইএম