শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান, সমাজকল্যাণে দীপু মনি
নতুন মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরমধ্যে রদবদল এসেছে কয়েকটি মন্ত্রণালয়ে। আলোচিত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছে পরিবর্তন।
এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মুহিবুল হাসান চৌধুরী নওফেলকে। ডা. দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে।
এর আগে নওফেল শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। এবার তিনি পূর্ণ মন্ত্রী হলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হন মহিবুল হাসান চৌধুরী। এর আগেও তিনি এ আসনের সংসদ সদস্য ছিলেন।
মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে।
জেডএইচ/