ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আবহাওয়ার খবর: ৮ জানুয়ারি, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৮ জানুয়ারি ২০২৪

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজ বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট।

আজ ২৪ পৌষ, সোমবার। আজকের (৮ জানুয়ারি) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (টেকনাফ)

২৯.৬ ডিগ্রি সেলসিয়াস

গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া)

৮.১ ডিগ্রি সেলসিয়াস

আজকের সর্বনিম্ন তাপমাত্রা (শ্রীমঙ্গল)

১১.২ ডিগ্রি সেলসিয়াস

আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা    

১৬.২ ডিগ্রি সেলসিয়াস

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সামায়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরএমএম/এসআইটি/জেআইএম