ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিকেলে পর্যবেক্ষক-সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার সৌজন্য বিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩২ এএম, ০৮ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, এরই মধ্যে দেশের ৭৪ জন সিনিয়র সাংবাদিককে গণভবনের প্রবেশের অনুমতিপত্র প্রেস উইং থেকে দায়িত্বরত সংস্থাকে দেওয়া হয়েছে।

পাশাপাশি এই অনুষ্ঠানটি কাভার করতে পিএমও সংযুক্ত মিডিয়া, টেলিভিশন ও রেডিওসহ ২৯ প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলা ও ইংরেজি মিলে ১৯ প্রিন্ট মিডিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন>> নিরঙ্কুশ জয়ে টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এর মাধ্যমে দলটি টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে।

রোববার দিনগত রাত ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এ পর্যন্ত ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি এবার পেয়েছে মাত্র ১১টি আসন। যে ২৬টি আসনে তারা আওয়ামী লীগের কাছে ছাড় পেয়েছিল তার অনেকগুলোতেই জামানত হারিয়েছে।

আরও পড়ুন>> আওয়ামী লীগ ২২৩, স্বতন্ত্র ৬১ ও জাপা ১১ আসনে জয়ী

এর বাইরে আওয়ামী লীগেরই নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে। এছাড়া বিএনপি জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জন, তুলনামূলক কম ভোটারের উপস্থিতি হলেও রোববার মোটাদাগে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনের ভোট পিছিয়ে যাওয়ায় এদিন ভোট হয় ২৯৯ আসনে।

আরও পড়ুন>> কোন আসনে কে জয়ী

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রেগুলোতে গণনা শুরু হয়। কেন্দ্রে গণনার ফলাফল প্রিজাইডিং কর্মকর্তারা পাঠান রিটার্নিং কর্মকর্তার কাছে।

এরই মধ্যে বিকেলে এক সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমকে জানান, প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে এবারের জাতীয় নির্বাচনে।

এসইউজে/এসএনআর/জেআইএম