আড়াইহাজারে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে আড়াইহাজারের রামচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- মো. কামাল হোসেন (১৮), মো. সাইমন (১৭), মো. সাকিব (২৫) ও আব্দুর নূর (৫৬)।
আহত আব্দুর নূর বলেন, ভোটকেন্দ্র ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমরা চারজন গুলিবিদ্ধ হই। পরে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে গুলিবিদ্ধ চারজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। সবারই পায়ে গুলি লেগেছে, তাদের অবজারভেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম