ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইসি আহসান হাবিব

গুজবে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আমাদের সবকিছু স্বচ্ছ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

ভোটের মাঠে ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোটের মাঠে বিভিন্ন গুজব প্রসঙ্গে জাগো নিউজকে ইসি আহসান হাবিব খান বলেন, ‘একটা হচ্ছে চুরি, আরেকটা হচ্ছে ডাকাতিঅ আরেকটা ছিনতাই। একটা হচ্ছে চোরাগোপ্তা, একটা সামনে এসে ডাইরেক্ট খুন। অনেক রকমই ঘটনা ঘটতে পারে।’

তিনি বলেন, ‘যে কেউ চুরি করে অনেককিছু করতে পারে। এটা হচ্ছে চৌর্যবৃত্তি সম্পন্ন অ্যাটিটিউড। এই ধরনের গুজব রটিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সবকিছু স্বচ্ছ। গুজব রোধে আমাদের সাইবার ব্রাঞ্চ কাজ করছে। এছাড়া পুলিশের সাইবার ইউনিট আছে, তারা (অপরাধী) শনাক্ত করে ডিজিটাল আইনে মামলা করবে।’

এসএম/কেএসআর/এমএস