‘ট্রেনে অগ্নিসংযোগ করার ঘটনা দেখেছেন যাত্রীরা’
আগুন লাগা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের বরাত দিয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নাশকতা। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, ট্রেনটিতে অগ্নিসংযোগের মতো ঘটনা তারা দেখেছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন বস্তির একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোলবোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগার কারণ, কোথা থেকে আগুনের সূত্রপাত এবং কোন জায়গা থেকে আগুন দেওয়া হয়েছে- এসব বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে রাবের গোয়েন্দা দল। যারা ট্রেনটিতে যাত্রী ছিলেন অগ্নিসংযোগের মতো ঘটনা তারা দেখেছেন।
এর আগে জুরাইন রেলগেট সংলগ্ন বস্তির একটি বাড়ি ঘিরে রাখে র্যাব-৩ এর সদস্যরা। বস্তির সেই বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন- আলমগীর, রাব্বী ও কাশেম। ওই বাড়ি থেকে অভিযান চালিয়ে ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোলবোমা এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে কমান্ডার মঈন বলেন, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। ট্রেনে যারা যাত্রী ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি নাশকতা ছিল। ট্রেনে আগুন লাগার পরপরই র্যাব-৩ একটি দল ঘটনাস্থলে যায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুরাইন রেলগেট সংলগ্ন বস্তিতে কিছু তথ্য বস্তিবাসী দেয়।
তিনি বলেন, যার পরিপ্রেক্ষিতে ওই বস্তির একটি বাড়ি ঘিরে রাখা হয় এবং অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। আটক তিনজন এই বস্তিতে বসে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোলবোম তৈরি করছিলেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে কাজ করেছে। বস্তিটি রেললাইনের পাশে এবং খুবই স্পর্শকাতর স্থান। এখানে বসে যেকোনো ট্রেন কিংবা যেকোনো জায়গায় ব্যাপক নাশকতার পরিকল্পনা ছিল।
তিনজন আটকের পর আয়নাল নামের একজন ব্যক্তির নাম পাওয়া গেছে জানিয়ে র্যাবের মুখপাত্র বলেন, আয়নাল আটক তিনজনকে দিয়ে ককটেল ও পেট্রোলবোম বানাচ্ছিলেন। এর আগেও তারা ককটেল ও পেট্রোলবোম তৈরি করেছিলেন। তিনজনকে আটকের পর তারা জানায়, টাকার জন্য তারা ককটেল ও পেট্রোল বোম তৈরি করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই নাশকতার চেষ্টা করছে। যারা নির্বিঘ্নে ভোট দিতে যাবেন তাদের বাধাদান কিংবা নাশকতার ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে অনেককেই আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নাশকতারোধে আমাদের গোয়েন্দা কাজ করছে। যেখানেই তথ্য পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি।
টিটি/বিএ
টাইমলাইন
- ০৫:১২ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ যে দৃশ্য ছুঁয়ে গেছে মানুষকে
- ০৩:১৩ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ দগ্ধ আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- ০২:৫০ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ ‘ট্রেনে অগ্নিসংযোগ করার ঘটনা দেখেছেন যাত্রীরা’
- ০২:৩২ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ ঢামেক মর্গে ৪ মরদেহ, শনাক্ত করতে পারছেন না স্বজনরা
- ০২:১৮ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ ঢাকা-মাওয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
- ০২:১৩ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ ১৭ দিনেও শনাক্ত হয়নি মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতাকারীরা
- ০১:৫২ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনার রেলমন্ত্রীর শোক
- ০১:৪৪ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির
- ০১:৩৬ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ নিহত চারজনের মরদেহ ঢামেকে
- ০১:২৫ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ রেলওয়ের ৭ সদস্যের তদন্ত কমিটি
- ০১:১২ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ বেনাপোল এক্সপ্রেসের শিডিউল বাতিল, বিভিন্ন গন্তব্যে যাচ্ছে ট্রেন
- ০১:০৩ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে, দুজনের অবস্থা আশঙ্কাজনক
- ১২:৪৮ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ বেনাপোল এক্সপ্রেসের আগুন পরিকল্পিত: ডিএমপির অতিরিক্ত কমিশনার
- ১২:৩৬ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ রেলে আগুন: সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের হেফাজতে
- ১২:১৫ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ নাশকতা কি না খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১১:৫২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ অগ্নিসন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী
- ১১:৪২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ ‘ট্রেন চলন্ত থাকায় বাতাসে অল্প সময়ে আগুন বেড়ে যায়’
- ১১:২৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ বেনাপোল এক্সপ্রেসে আগুনে চারজন নিহত: ফায়ার সার্ভিস
- ১১:১১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ ‘ছোট ভাইয়ের স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, বাচ্চাটা পেয়েছি’
- ১০:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ চারজনের মরদেহ উদ্ধার: র্যাব
- ১০:৩২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ ধোঁয়া উঠছে পাওয়ার কার থেকে, হতে পারে বিস্ফোরণ
- ১০:২০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ মরদেহ বের করতে ব্যাগ নিয়ে ট্রেনের ভেতর উদ্ধারকারী দল