ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফানুস-আতশবাজিতে সারাদেশে তিন স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০১ জানুয়ারি ২০২৪

থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আতশবাজি ও ফানুস ওড়ানোর কারণে সারাদেশে তিনটি স্থানে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি বলেন, কেরানীগঞ্জের জিনজিরায় একটি, রাজধানীর ধানমন্ডিতে একটি, জামালপুর সদরের শহীদ হারুন সড়কে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি দোকান, একটি বাসাবাড়ি পুড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন>> থার্টি ফার্স্টে শব্দদূষণের হাজার অভিযোগ ৯৯৯-এ

তালহা বিন জসীম বলেন, সারাদেশে সব ফায়ার স্টেশন প্রস্তুত থাকলেও এই তিনটি অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও ৩০ জনবল কাজ করে।

গতকাল রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আতশবাজি ও ফানুস না উড়ানোর দেশব্যাপী আহ্বান জানানো হয়েছিল।

টিটি/বিএ/এএসএম