স্বতন্ত্র প্রার্থীর ব্যানার-পোস্টার পোড়ানো
চট্টগ্রামে নৌকার প্রার্থীকে নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজ
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পোস্টার-ব্যানার পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম-১০ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ নাজমুল হোসেন চৌধুরী ব্যাখ্যা প্রদান সংক্রান্ত এক পত্রে তাকে শোকজ করেন।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রার্থীকে এ শোকজ করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী।
নির্বাচনী অনুসন্ধান কমিটির ওই পত্র থেকে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর দিনগত রাতে হালিশহর এইচ ব্লক, ষোলশহর এলজিইডি ভবনের সামনে ও শিক্ষা বোর্ডের বিপরীতে টানানো পোস্টার, ব্যানার নামিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেন নৌকা প্রতীকের সমর্থকরা। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌকা প্রতীকের প্রার্থীকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৭(২) অনুযায়ী সুস্পষ্ট লংঘন’ উল্লেখ করে বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম