ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আচরণবিধি লঙ্ঘন

এবার বাহার ও শম্ভুকে ইসির তলব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ইসির আইন-শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম তাদের তলব করার পৃথক চিঠি পাঠিয়েছেন। তারা দুজনই একাদশ জাতীয় সংসদ সদস্য।

আরও পড়ুন>> সাকিব আল হাসানকে সতর্ক করলো ইসি

চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশানুযায়ী তারা একাধিকবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে তাদের একাধিকবার নোটিশও দিয়েছিলেন। চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বাহারকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হতে বলা হয়েছে।

অন্যদিকে, জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে শম্ভুকে একই দিন বিকেল সাড়ে ৪টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আগামী ৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএম/এমএএইচ/