জুরাইন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ফজলুর রহমান
বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর জুরাইন কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে বিকেল সোয়া ৪টায় গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
আজ ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ফজলুর রহমান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, গতকালও অফিস করেছেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। আজ ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন
তিনি জানান, ২৪ ঘণ্টা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতেন ফজলুর রহমান। অফিসও ওইভাবেই করতেন। খুব সম্ভবত বাথরুমে গিয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
এই শিল্প উদ্যোক্তার হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সিটি গ্রুপের যাত্রা শুরু হয়। সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সিটি গ্রুপের।
তার উদ্যোগ সফল হলে গ্রুপের অগ্রযাত্রা আরও বেশি বিস্তৃত হতে থাকে। সিটি গ্রুপের অধীনে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে। এসব শিল্প প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ।
বিএ/জেআইএম