ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিশিষ্টজনদের নামে রাস্তার নামকরণে ডিএনসিসির প্রস্তাব পাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের নামে বিভিন্ন সড়কের নামকরণের প্রস্তাব পাস করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২৪তম করপোরেশন সভায় এ প্রস্তাব পাস করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করপোরেশন সভায় বীর মুক্তিযোদ্ধা সালেক মোল্লা সড়ক, কবি মাহাবুব উল আলম চৌধুরী সড়ক, কবি আলাউদ্দিন আল আজাদ সড়ক, শিল্পী আব্দুস শাকুর শাহ সড়ক, শিল্পী হাশেম খান সড়ক, শিল্পী বাবুল আকতার সড়ক, শিল্পী রফিকুন্নবী সড়ক, শিল্পী কাইয়ুম চৌধুরী সড়ক, আক্কাস আলী মোল্লা সড়ক, শিরিন রুখসানা কমিশনার সড়ক, হাজী অলি মিয়া সড়ক, স্থপতি রবিউল হুসাইন সড়ক, শিল্পী কামরুল ইসলাম সড়ক নামকরণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

বিশিষ্টজনদের নামে রাস্তার নামকরণে ডিএনসিসির প্রস্তাব পাস

পরে সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের প্রতি সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্ম যেন বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারে, তাদের যেন যথাযথ শ্রদ্ধা জানাতে পারে এ পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। মহান মুক্তিযুদ্ধসহ একটি সুস্থ দেশ ও জাতি গঠনে শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অবদান রেখেছেন। তাই ডিএনসিসির বিভিন্ন সড়ক বীর মুক্তিযোদ্ধা এবং প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের নামে নামকরণ করা হবে।’

এমএমএ/এমএএইচ/জেআইএম