২০ কেজি ভারতীয় আতশবাজিসহ কারবারি গ্রেফতার
রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় আতশবাজিসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম বিকাশ চন্দ্র সিগ্ধা ওরফে জটা (৩৭)।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান মিয়া।
তিনি বলেন, আসন্ন বড়দিন, থার্টি ফার্স্ট নাইট এবং জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে ডিএমপি বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে। আতশবাজি বিক্রি বন্ধে কোতয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার কোতয়ালি থানার রমাকান্ত নন্দী লেনে অভিযান চালিয়ে ২০ কেজি আতশবাজি উদ্ধার করা হয়। উদ্ধার আতশবাজির আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
গ্রেফতার বিকাশ চন্দ্র একজন অবৈধ বিস্ফোরকদ্রব্য কারবারি বলেও জানান ওসি মাহফুজুর রহমান।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, আসন্ন থার্টি ফার্স্ট নাইট ও বড়দিনে ঢাকায় সাধারণ মানুষের মাঝে ভীতি ছড়ানোর উদ্দেশে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বিস্ফোরকদ্রব্য বিক্রি করে তারা। এসব অবৈধ বিস্ফোরকদ্রব্য ভারত থেকে ঢাকায় নিয়ে আসা হয়। সেগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় খুচরায় বিক্রি হয়।
এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বাদী হয়ে কোতয়ালি থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছেন।
এর আগে চকবাজারস্থ জরি ব্যবসায়ী সমিতি এবং খুচরা জন্মদিনের আইটেম বিক্রয়কারী দোকানিদের সঙ্গে এক মতবিনিময় সভা করে ডিএমপির লালবাগ বিভাগ।
সভায় ব্যবসায়ীরা জানান, বর্তমানে চকবাজারে পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পটকা, আতশবাজি এবং ফানুস বিক্রি বন্ধ রয়েছে। অবৈধ বিস্ফোরকদ্রব্য ভারত থেকে বিভিন্ন পথে কুমিল্লা, বগুড়া চুড়িপট্টি হয়ে বিভিন্ন মাধ্যমে ঢাকায় আসে এবং সেগুলো ঢাকার কেরানীগঞ্জসহ মোহাম্মদপুর, উত্তরা, যাত্রাবাড়ী, ওয়ারী, পল্লবীসহ বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি হতো।
ব্যবসায়ীরা পুলিশকে আরও জানিয়েছেন, কিছু বিক্রেতা অনলাইনের মাধ্যমে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব আতশবাজি বিক্রি বন্ধে লালবাগ বিভাগের কঠোর নজরদারি রয়েছে।
এর আগে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মহানগরীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি। সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকাণ্ড বন্ধ রাখতে বলা হয়েছে।
টিটি/এমকেআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, যে কোনো সময় যৌথ বাহিনীর অভিযান
- ২ কেরানীগঞ্জে ব্যাংকে জিম্মি ১২ কর্মকর্তা, সেফ এক্সিট চান ডাকাতরা
- ৩ সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণের দাবি
- ৪ সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বিরুদ্ধে দুদকের মামলা
- ৫ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ঘিরে রেখেছে পুলিশ-র্যাব