তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪
রাজধানীর তেজগাঁও স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এ ঘটনায় নিহত হয়েছেন চারজন। তারা সবাই রেলের যাত্রী ছিলেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টা ৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন>> গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের পাঁচ বগি লাইনচ্যুত, নিহত এক
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি ((৩৫) ও তার তিন বছরের শিশুসন্তান ইয়াসিন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন>> জয়পুরহাটে ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন
তিনি আরও জানান, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। তারা সবাই রেলের যাত্রী ছিলেন।
সকাল ৬টা ৪১ মিনিটে তিনি জানান, আগুন নির্বাপণের কাজ চলছে।
এমএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা