ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৮ ডিসেম্বর ২০২৩

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহার মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ।

শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

সকালে গিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ভবনের (১ নম্বর ভবন) ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা যায়। অন্যান্য সরকারি ভবনেও উঠছে অর্ধনমিত জাতীয় পতাকা।

আরও পড়ুন: কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমদ

jagonews24

এছাড়া কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কুয়েতের আমিরের মৃত্যুর পর শনিবারই একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা জানায় বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ।

আরএমএম/জেডএইচ/জিকেএস