ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোটরসাইকেলেও মানা

ভোটের প্রচারে ব্যবহার করা যাবে না হেলিকপ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রার্থীরা তখন নিজ সংসদীয় আসনে ভোট চেয়ে জনগণের কাছে যাবেন। তবে বিশৃঙ্খলা এড়াতে ভোটের প্রচারেও মানতে হবে আচরণবিধি। নির্বাচনী প্রচারকাজে কোনো প্রার্থী হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করতে পারবেন না। তবে দলীয় প্রধান চাইলে তা ব্যবহার করতে পারবেন।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

ভোটগ্রহণ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচার-প্রচারণায় আচরণবিধি ঠিক করেছে ইসি। বিধি মেনেই প্রার্থীদের চালাতে হবে ভোটের প্রচারণা।

আচরণবিধিতে বলা হয়েছে, ভোটের প্রচারণায় ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন বা যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বের করা যাবে না।

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে দলীয় ও জোট শরিক প্রার্থীদের চূড়ান্ত তালিকা দিয়েছে আওয়ামী লীগ। তালিকা মোতাবেক, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩ আসনে লড়বে। জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের ৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

এবার আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়নপত্র জমা দিলেও ৫টিতে ইসির বাছাইয়ে বাতিল হয়েছে। ওই পাঁচ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দেওয়ার আর সুযোগ নেই।

এছাড়া সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি ২৯৪টি আসনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

এমওএস/এমকেআর/এএসএম