মহাখালীতে ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্প ফিলিংস্টেশনের গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মো. সালাউদ্দিন (৪০) নামের ওই ব্যক্তির রোববার (১০ ডিসেম্বর) রাত নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যু হয়।
এ ঘটনায় এর আগেও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত আটটার দিকে সেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন>মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, মহাখালীর বিস্ফোরণের ঘটনায় মো. সালাউদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রাত ৯ টার দিকে মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন>ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটে
তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ ছিল বলেও জানানো হয়েছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও এখনো চিকিৎসা নিচ্ছেন পাঁচজন।
এমএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি