ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাষ্ট্রপতির অবসরভাতা আইন ফেরত

প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

অধিকতর পরীক্ষা নীরিক্ষার জন্য রাষ্ট্রপতির অবসর ভাতা আইন-২০১৪ মন্ত্রিপরিষদ বিভাগে ফেরত পাঠিয়ে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত আইনটি তোলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের বলেন, আইনটি অধিকতর পরীক্ষা নীরিক্ষা করে আবার নিয়ে আসতে বলেছে মন্ত্রিসভা। এটি পুনরায় তোলা হবে। এর আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শও নেয়া হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তাদের কেউ কেউ অবসর ভাতা নিচ্ছেন। আবার কেউ কেউ নিচ্ছেন না। আবার কেউ কেউ আগের পদের জন্য ভাতা নিচ্ছেন।

তবে বঙ্গবন্ধুর পরিবার কোনো ধরনের ভাতা নিচ্ছেন না বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে ভাতা নিচ্ছেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে নূন্যতম ৬ মাস দায়িত্ব পালন করলেই একজন অবসর ভাতা পাবেন।

গোপালগঞ্জ ও যশোরের সঙ্গে ভিডিও কনফারেন্সে

মাঠ পর্যায়ের সমস্যা জানতে নিয়মিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ ও যশোর জেলা উন্নয়ন সম্বনয় কমিটির সঙ্গে কথা বলেছেন। এ সময় মাঠ প্রশাসন থেকে নানা উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, গোপালগঞ্জ জেলা দীর্ঘদিন অবহেলিত ছিলো। এই জেলার মানুষগুলো দরিদ্র্য। তাদের দিকে নজর দিতে হবে। তাদের কর্মসংস্থান করতে হবে।

শেখ হাসিনা বলেন, মাঠ প্রশাসনকে খেয়াল রাখতে হবে, একজন মানুষও যেন না খেয়ে না থাকেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যাবে না ঢুকতে পারে।