ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

রাজধানীর উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

আরও পড়ুন>> মানিকনগরে একুশে এক্সপ্রেসের ৩ বাসে আগুন

তিনি বলেন, রাত ৭টা ৫৩ মিনিটের দিকে উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন>> মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন

আগুনের ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।

টিটি/এমএইচআর/জিকেএস